পটুয়াখালী-১ উপনির্বাচন: নৌকার প্রার্থী আফজাল হোসেন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ১৪:৫৩
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন।
গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। আগামী ২৬ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তপশিল অনুয়ায়ী, আগামী ১ নভেম্বর মনোনয়ন দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে।
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ গত বৃহস্পতি ও শুক্রবার ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করে। এ সময় মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।