অবরোধ সমর্থনে জবির দুই গেটে ছাত্রদলের তালা

জবির গেটে ছাত্রদলের তালা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০২:৫৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ০৯:১৮
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ নম্বর গেট (ব্যাংকের গেট ) ও পোগোজ ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ গেটে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে গেটে তালা দেওয়া হয়। এ সময় পোগজ ল্যাবরেটরীর গেটে তালা ও ব্যানার টাঙানোর সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ব্যানার ছিড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।
জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘বিএনপি ঘোষিত অবরোধ সমর্থনে আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ও ব্যানর ঝুলিয়েছি।’
জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, জনগণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে এ অবরোধ পালনে উৎসাহিত করছি।