ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৪:১৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১০:১৭

বিএনপির ডাকা তিন দিনব্যাপী অবরোধ সমর্থনে বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদল।  

এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনদিনের সফল অবরোধের আজ শেষ দিন। দেশের বারো কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ছাত্রদল বদ্ধপরিকর।

এসময় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. মমি, ডা. মুশফিক, ডা. প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন