ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৪:১০ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২০:১০

বিএনপি, গণতন্ত্র মঞ্চের পর জামায়াতে ইসলামীও রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে।

তিন দিনের অবরোধ শেষে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এ ছাড়াও গত শনিবারের সমাবেশ, রোববারের হরতাল ও তিন দিনের অবরোধে হতাহতদের জন্য শুক্রবার দেশব্যাপী দোয়ার কর্মসূচিও ঘোষণা করেছে জামায়াত।

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ডাকা তিন দিনের অবরোধ সফল হয়েছে বলে দাবি করেন এটিএম মাছুম। একই দাবিতে আরও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে জামায়াত।

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, গত শুক্রবার থেকে হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুভয় উপেক্ষা করে জনগণ অবরোধ কর্মসূচি সফল করে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। সরকারের পেটুয়া পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করেও অবরোধ কর্মসূচি বানচাল করতে পারেনি।

জামায়াতসহ আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক সংগ্রামী জনতা দাবি আদায় না পর্যন্ত ঘরে ফিরবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন