ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ওয়ার্কার্স পার্টির সভায় নেতারা

অসাংবিধানিক সরকার গঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য

অসাংবিধানিক সরকার গঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৬:৩০ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২২:৩৭

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা বলেছেন, জনগণ নয়, বিএনপির ভরসা বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া ব্যবস্থা। নির্বাচন ভণ্ডুল করে অসাংবিধানিক সরকার গঠনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। এ অপশক্তি প্রতিহতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পলিট ব্যুরোর দুই দিনব্যাপী সভার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন তারা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান প্রমুখ।

সভার প্রস্তাবে বলা হয়, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি নজিরবিহীন সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। অগ্নিসন্ত্রাসে কিছু গাড়ি পোড়ানো ও সংঘর্ষ ছাড়া তাদের হরতাল-অবরোধ কার্যত ব্যর্থ হয়েছে।
এদিকে রাজধানীতে বিএনপি-জামায়াতের অবরোধবিরোধী মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি। পরে সমাবেশে নেতারা বলেন, জনগণ এ অবরোধ প্রত্যাখ্যান করে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রেখেছে। তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।
 

আরও পড়ুন