জনগণই এবার আন্দোলনে নেতৃত্ব দেবে: মান্না

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ২২:৫৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ | ০৪:৫৫
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পরিকল্পিতভাবে পণ্ড করার পর থেকে সরকার বিরোধী দলের নেতাকর্মীকে নির্বিচারে গ্রেপ্তার শুরু করেছে। এ পরিস্থিতির মধ্যেও হরতাল-অবরোধ কর্মসূচি জনগণ সফল করেছে। তারা সরকারকে দেখিয়ে দিয়েছে, বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে, গ্রেপ্তার করে আন্দোলন দমন করা যাবে না। এ লড়াই কোনো রাজনৈতিক দলের নয়। এটা দেশের জনগণের লড়াই; জনগণই এবার আন্দোলনে নেতৃত্ব দেবে ও সফল করবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মান্না এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে পোশাক শ্রমিকরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নেমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরই ভাই, সন্তান। সরকারের কতিপয় সুবিধাভোগী এখন তাদের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। বিবৃতিতে তিনি অচিরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সামরিক-বেসামরিক আমলা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব দেশপ্রেমিক জনগণ আন্দোলনে সংহতি প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেন।
পুলিশ সদস্য, সাংবাদিক, শ্রমিকসহ চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মান্না বলেন, ক্ষমতাসীনরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা রাষ্ট্রযন্ত্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। তবে তারা সংঘাত, সহিংসতা চান না। তারা চান– দেশের জনগণকে তাদের মৌলিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।
- বিষয় :
- রাজনীতি