ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

অবরোধ ডাকল জামায়াতও

অবরোধ ডাকল জামায়াতও

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০১:১৪

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম সোমবার বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। 

তিনি দাবি করেন, তপশিলের প্রতিবাদে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল জনগণের সমর্থনে সফল হয়েছে। সোমবার দুপুর ১টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের ৮৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দেওয়ার পর এখন পর্যন্ত জামায়াতের দুই হাজার ৪৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হয়েছে ৩ জন। গুপ্ত হামলায় আহত হয়েছে ২০ জন।
 
এদিকে সোমবার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করেছে জামায়াত। পৃথক বিবৃতিতে জামায়াতের মজলিসে শূরা দলের নিবন্ধন বাতিলের রায়কে ন্যায়ভ্রষ্ট আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জামায়াতকে নির্বাচন থেকে বাইরে রাখার সরকারি ষড়যন্ত্রে শুনানির সুযোগ না দিয়ে আপিল খারিজ করা হয়েছে, যা ন্যায়বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। 

আরও পড়ুন