ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি: অলি আহমদ

গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি: অলি আহমদ

অলি আহমদ (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ১৩:৫২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ১৩:৫৪

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোনো জবাবদিহি নেই। আইন ও বিচার ব্যবস্থা জনসাধারণের স্বার্থরক্ষায় ব্যর্থ। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। দেশে বাকস্বাধীনতা নেই। বিভিন্ন কালো আইনের ভয়ে জনগণ জিম্মি হয়ে আছে। তারপরও আমরা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি। কারণ, জনগণের মঙ্গলের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগণ নয়। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ হুমকির মুখে। শ্রমিকরা আন্দোলনে নেমেছে, শত শত গার্মেন্টস বন্ধ হয়ে রয়েছে। ডলার রিজার্ভ সংকটাপন্ন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষ তার আত্মসম্মান নিয়ে বাঁচবার লড়াইয়ে পর্যুদস্ত। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাই, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন বন্ধ করুন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিন।  

তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া নির্বাচন করা হলে তা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করবে। বাংলাদেশের ছোট-বড় সব রাজনৈতিক দলের প্রতি আবেদন করছি, নিজ নিজ জায়গা থেকে আমাদের সকলকে লোভলালসার ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। 
 

আরও পড়ুন