- রাজনীতি
- আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না: বিএনপি
আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না: বিএনপি

রুহুল কবির রিজভী- ফাইল ছবি
আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বলে জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, ‘একদিকে দুর্নীতি, দুঃশাসন অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা, খুন, গুম, জখম চালিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। অন্যদিকে পরিকল্পিতভাবে শুধুমাত্র বিএনপি নয় সকল বিরোধী দল এবং ভিন্ন মতাবলম্বীদের নির্মূলের চেষ্টা করছেন। দেশে অনিশ্চয়তা, অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়েছে।’
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব বলেন।
তিনি বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ- প্রধানমন্ত্রীর এই বক্তব্য জনগণের সঙ্গে শ্রেষ্ঠ ঠাট্টা। ইতোমধ্যে আওয়ামী লীগের আক্রমণের অভিঘাতে, নির্বিচার লুন্ঠন ও ধ্বংসে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে দেশে স্বমহিমায় বিরাজ করছে নিষ্ঠুর সরকারের এক ভয়ানক মূর্তি। আর তারা কিনা শক্তিশালী বিরোধী দল চান।’
গত এক দশক ধরে বিএনপি নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘এই সরকার গণতন্ত্র হত্যার বিজয় অভিযানের অগ্রগতির ছায়াসঙ্গী করেছে বিরোধী দলের ওপর পৈশাচিক নিপীড়ন-নির্যাতন চালিয়ে। গণতন্ত্রকে কবরে শায়িত করে এখন গণতন্ত্র ধারা অব্যাহত রাখতে চায় সরকার। তারা এখন শক্তিশালী বিরোধী দল চান। জনগণ জানে- সরকার নির্ভেজাল টাটকা মিথ্যা কথা বলছে। গণতন্ত্রকে ধ্বংস করা আওয়ামী লীগের ধর্ম। গণতন্ত্রকে নিহত করে সেই পুরনো একদলীয় শাসন জেঁকে বসেছে। গণতন্ত্রের লাশের ওপর পুরো রাষ্ট্র ও সমাজটাকে নিয়ে যাওয়া হয়েছে ভয় ও ত্রাসের অধীনে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতৃত্বকে মাস্টারপ্ল্যানের মাধ্যমে হত্যার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতিতে এসব করা হচ্ছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘পৃথিবীতে এমন নজিরবিহীন অটো এমপিদের সংসদ আর নেই। তেমনিভাবে তারা এবার অটো পাস আর জিপিএ-৫ এর ছড়াছড়ি দেখালেন সেটিরও নজির পৃথিবীতে নেই। অন্যায়ভাবে ক্ষমতা দখলে রাখতে হলে দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটো পাস দিলেন কোমলমতি ছাত্র-ছাত্রীদের।’
এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন