স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি গঠন করেছে বিএনপি।

২১ সদস্যের এ কমিটিতে বিএনপি নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে আহ্বায়ক এবং দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন বিএনপির ন্যাশনালিস্ট রিসার্চ কাউন্সিল বা বিএনআরসির পরিচালক।

শুক্রবার গঠিত এ কমিটির সদস্যরা হলেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন, ইঞ্জিনিয়ার এসএম গালিব, ইঞ্জিনিয়ার ফাহিম আঞ্জাম, ড. মোহাম্মদ ইকবাল, ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, মাতিস হাসান, কেএম নাজমুল হক, কামরুল আহসান নোমানী, রাশেদ খান, আলতাফ খান, নাসিমুল গনি খান, ফজলে এলাহী, জাহিদ হাসান, মুজতবা খন্দকার, মাকসুদুর রহমান, সাইদুল ইসলাম, তানজির মাহমুদ, আশরাফ হোসেন রচি ও মঞ্জুরুল রিয়াদ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি বিভিন্ন বিষয়ে মোট ৩২টি কমিটি গঠন করেছে। এসব কমিটির নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নির্বাহী কমিটির সদস্যরা। তাদের বিভিন্ন কর্মসূচির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কমিটি কাজ করবে।

এদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিল।