- রাজনীতি
- জিয়ার খেতাব বাতিল: দুই দিনের বিক্ষোভ কর্মসূচি বিএনপির
জিয়ার খেতাব বাতিল: দুই দিনের বিক্ষোভ কর্মসূচি বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দু'দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিএনপি জানিয়েছে, শনিবার ঢাকাসহ সকল মহানগরে এবং রোববার সকল জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার বিকেলে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি নেতারা জানান, মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব বাতিলের কোনো এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নেই। জামুকার এ সিদ্ধান্ত শুধু রাজনৈতিক প্রতিহিংসামূলক নয়- মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য অপমান ও অবমাননাকর। এমনকি এই সিদ্ধান্ত তাকে খেতাব প্রদানকারী তৎকালীন প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধির প্রতিও অশ্রদ্ধা প্রকাশ।
খন্দকার মোশাররফ বলেন, জনমনে সৃষ্ট ক্ষোভ ও প্রতিবাদ যাতে সরকারবিরোধী আন্দোলনে পরিণত না হয়, সেজন্য জনগণের দৃষ্টিকে অন্য খাতে পরিচালিত করতে খেতাব বাতিলের মতো অপ্রত্যাশিত, অস্বাভাবিক ও অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, 'হু ইজ জামুকা। কে এদের চেনে? কোথায় জিয়াউর রহমান আর কোথায় এগুলো। জামুকার এগুলো কাজ না, জামুকা হলো কে ভাতা পাবে, কে পাবে না, কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা না তা নির্ধারণ করা। জিয়া ওয়াজ এ ন্যাশনাল হিরো।'
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র
রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ৯নং
সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) ব্যারিস্টার শাহজাহান ওমর
বীরউত্তম, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস
সাত্তার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন