- রাজনীতি
- ক্ষমতায় গেলে জিয়াকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে: কর্নেল অলি
ক্ষমতায় গেলে জিয়াকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হবে: কর্নেল অলি

ফাইল ছবি
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় পদক বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেছেন, যদি কোনো কারণে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল হয়, ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর অনন্য অবদানের জন্য তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে সাংবাদিকদের কাছে অলি আহমদ এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, 'স্বাধীনতার ৫০ বছর পর সরকার হঠাৎ এ ধরনের দুঃস্বপ্ন কেন দেখছে? আশা করি, সরকার ভুলেও আগুনে হাত দেবে না।'
তিনি আরও বলেন, 'পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় লাঠিসোটা দিয়ে দেশ স্বাধীন হয়নি। সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ ছাড়া স্বাধীনতা অসম্ভব কাজ। ১৯৭১ সালের ২৫ মার্চ জাতির দুর্দিনে বাংলাদেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, অসহায় ছিল, এ অবস্থায় আলোর দিশারি হিসেবে তৎকালীন মেজর জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ঘোষণা দেন।'
অলি আহমদ বলেন, 'জিয়াউর রহমান রণাঙ্গনে সক্রিয় যুদ্ধের পরবর্তী সময়ে জেড ফোর্স গঠন করেন। এর মাধ্যমে একাধিক সেক্টরের নেতৃত্ব দেন। তার এই অবদানকে অবমূল্যায়ন করা হঠকারী সিদ্ধান্ত হবে; মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর হবে।'
মন্তব্য করুন