বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

এজাহারে বিএনপির অজ্ঞাতপরিচয় আরও ৯১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও রাস্তায় অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করা হয়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান সমকালকে বলেন, বুধবার সন্ধ্যায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে তারা। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

বুধবার সন্ধ্যায় আজিজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজিজ সুপার মার্কেটের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পুলিশ বুধবার রাতেই শাহবাগ থানায় মামলা করে।

এজাহারে পরিচয় উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মো. শরীফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।