স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে রাজপথের বিরোধী দলটি।

শনিবার আমন্ত্রণপত্র নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে যান বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১ মার্চ (সোমবার) থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। রোববার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ্যানী সমকালকে বলেন, তাদের বছরব্যাপী সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রত্যেক দলকে আমন্ত্রণ জানানো হবে।