হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করতে সরাসরি নির্দেশ দেওয়ারর অভিযোগে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপরের রায়েরবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বিএনপির আরও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিপুন রায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির সভাপতি। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান ও পুত্রবধূ। তার বাবা নিতাই চন্দ্র রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

র‌্যাব জানিয়েছে, রোববারের হরতালে নিপুন রায় চৌধুরী রাস্তায় গাড়ি পোড়াতে নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের। কেরানীগঞ্জের স্থানীয় বিএনপির নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মোবাইল ফোনে বলেন, বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে ভিডিও করে তাকে পাঠাতে। তার নির্দেশনায় শাহিন একটি বাসে আগুন লাগিয়েছে। আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরিয়ে ছবি তুলে নিপুনকে হোয়াটসঅ্যাপে পাঠান। দলীয় শীর্ষ নেতাদের কাছে পাঠানোর উদ্দেশে তিনি গাড়ি পোড়ানোর ছবি চেয়েছেন। এসব অভিযোগেই বিকেলে তাকে র‌্যাব-২ গ্রেপ্তার করে। তার নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেপ্তার করা হয়েছে।