বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার মাধ্যমে করোনা মোকাবিলা করা সম্ভব।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভয়ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। জনগণকে টিকা নেওয়ায় উদ্বুদ্ধ করতে আরও বেশি প্রচার-প্রচারণা চালাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর সদস্য মামুন মোল্লা, যুব মৈত্রীর প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম মিল্টন, ২০ নম্বর ওয়ার্ডের নেতা মো. হাসান প্রমুখ।

এদিকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বৃহস্পতিবার  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এ সময় তার স্ত্রী নারী মুক্তি সংসদের সহসভাপতি তাসলিমা খাতুনও করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।