করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ভালো আছে। তবে তার এখন সিটি স্ক্যান করানো লাগবে। এর ভিত্তিতেই তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে তিন চিকিৎসকের একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। কোভিডের দ্বিতীয় সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হয়। ম্যাডামের এখন দ্বিতীয় সপ্তাহ চলে। গত তিন দিনে উনার যে রিপোর্ট করা হয়েছে, সেগুলো ভালো আছে। এখন উনার দ্রুত একটা সিটি স্ক্যান করতে হবে। এ সপ্তাহের মধ্যেই তা করা হবে।’