বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, করোনার সর্বগ্রাসী আক্রমণ থেকে সবাইকে বাঁচাতে হবে। এর জন্য সব দেশ, জাতি ও সরকারকে এক হতে হবে। এর কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

করোনামুক্ত হওয়ায় বিএনপিসহ তার নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা উপজেলার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়স্বজনের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই বিবৃতি দেন।

খন্দকার মোশাররফ আরও বলেন, সবাই মিলে বিশ্বকে বাঁচাতে হবে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সব মানুষ রক্ষা পায়। তিনি সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ মার্চ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৩ এপ্রিল তারা করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন।