ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সরকারবিরোধী ৩৮ দলের বৈঠক

আন্দোলন জোরদারে হবে লিয়াজোঁ কমিটি

আন্দোলন জোরদারে হবে লিয়াজোঁ কমিটি

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩ | ১২:১৪

সরকারবিরোধী এক দফার আন্দোলন জোরদার করতে একসঙ্গে বসল ৩৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানীর তোপখানায়  শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বিএনপির সমমনা ডান-বাম সব দল এ বৈঠকে অংশ নেয়। 

বৈঠক সূত্র জানায়, সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করতে একমত হয়েছেন নেতারা। তারা মনে করছেন, এ আন্দোলন শুধু নির্বাচন ঠেকাওয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। জোর করে সরকার নির্বাচন করলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেজন্য নিজেদের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা এবং বাস্তবায়নে আন্দোলনকেন্দ্রিক লিয়াজোঁ কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেন তারা। 

নেতারা জানান, ২৮ অক্টোবরের পর সারাদেশে নেতাকর্মী ধরপাকড়, তল্লাশি, নির্যাতন আর একের পর এক গায়েবি মামলায় শুরুতে দিশেহারা অবস্থা সৃষ্টি হলেও এখন আর সেটা নেই। নেতাকর্মীরা কৌশলী হয়েছেন, আন্দোলনের মাঠে ফিরে আসছেন। মাঠের এই অবস্থাকে ধরে রাখতে কেন্দ্রসহ তৃণমূল নেতাকর্মীকে আরও বেশি সক্রিয় করার বিষয়ে আলোচনা করেন নেতারা। রাজপথে ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতেও তারা সরব থাকবেন। এর অংশ হিসেবে গার্মেন্ট শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবি জানিয়েছে দলগুলো।

এতে বলা হয়, আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পরিকল্পিত সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটিয়ে সরকার ও সরকারি দল গত ২৮ অক্টোবর বিএনপিসহ বিরোধী দলগুলোর মহাসমাবেশ পণ্ড করে দেয়। বিএনপিসহ বিরোধীদের ওপর এর দায় চাপিয়ে গত এক মাস দমন-নিপীড়ন ও গ্রেপ্তারের মাধ্যমে দেশব্যাপী তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, এবি পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশসহ আরও কয়েকটি দলের নেতারা উপস্থিত ছিলেন।

whatsapp follow image

আরও পড়ুন

×