ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং ওয়াসার এমডি তাকসিম এ খানকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

দলের নেতারা বলেছেন, ঢাকা ওয়াসা নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গঠন হলেও বর্তমানে এটি মুনাফালোভী বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান সরকার গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে। এই জনদুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে ওয়াসার দুর্নীতিবাজ এমডির কারসাজি মুখ্য ভূমিকা পালন করছে। সরকারও সব নিয়ম-রীতি ভেঙে এমডি হিসেবে তাকসিম এ খানের মেয়াদ ৯ বার বাড়িয়েছে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী-শনির আখড়া ও মহাখালী ওয়্যারলেস এলাকায় বাসদ আয়োজিত পথসভা-মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামী ২১ জুন বাসদ ঘোষিত স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করার লক্ষ্যে এসব পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়।

বাসদ যাত্রাবাড়ী-ডেমরা থানা শাখার উদ্যোগে যাত্রাবাড়ী ও শনির আখড়ায় পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। শাখার ইনচার্জ জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জুলফিকার আলী, মুক্তা বাড়ৈ, নবী হোসেন, আবদুল করিম প্রমুখ।

 দলের মোহাম্মদপুর-আদাবর শাখা মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। অ্যাডভোকেট ফারুখ হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন খালেকুজ্জামান লিপন, জিল্লুর রহমান মাস্টার, বাবু হাসান ও আলেয়া বেগম।

দলের বনানী থানা শাখা মহাখালী ওয়্যারলেস গেটে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করে। বনানী শাখার নেতা ফজলুল হক শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন রিয়াজ মাহমুদ, রিপন, আনারুল ইসলাম, ইনজামাম হোসেন প্রমুখ।