কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিয়ে তদন্ত করতে দলের তিন জন প্রেসিডিয়াম সদস্যসহ পাঁচজনের একটি টিম কুমিল্লায় এসেছে।

কমিটিতে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগ) রানা মোহাম্মদ সোহেল, দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও সদস্য আলমগীর হোসেন।

সোমবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে কমিটির সদস্যরা দলের কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা মহানগর এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেন।

তারা জানান, কোন প্রেক্ষাপটে কেন্দ্রকে না জানিয়ে লাঙ্গল প্রতীকের এই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন, তা তদন্ত করবে কমিটি। 

তবে তদন্ত কমিটির সামনে হাজির হননি মনোনয়ন প্রত্যাহারকারী জসিম। তাকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সমকালকে বলেন, ‘কেন্দ্রকে অবহিত না করে কেন নির্ধারিত সময়ের আগেই জসিম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তা জানতে তারা জেলা-উপজেলা ও মহানগর নেতাদের বক্তব্য শুনেছেন। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সদ্য বিলুপ্ত জেলা-উপজেলা কমিটির ভূমিকা কী ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।’ 

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে গত ২০ জুন মনোনয়নপত্র প্রত্যাহার করায় জসিমকে দল থেকে বহিস্কার করা হয়। একইসঙ্গে দলটির চেয়ারম্যান জি এম কাদের কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী  আবদুল মতিন খসরু  মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৮ জুলাই এ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। 

কিন্তু জসিম প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় গত শুক্রবার নৌকার প্রার্থী আবুল হাসেম খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি পাঠান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।