- রাজনীতি
- গরিবের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি ক্ষেতমজুত সমিতির
গরিবের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি ক্ষেতমজুত সমিতির

করোনা মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন সফল করতে ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য খাদ্যসহায়তা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি।
নেতারা বলেছেন, আগের সব লকডাউনে 'দিন আনে দিন খাওয়া' মানুষই বেশি কষ্ট করেছে। তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত না করায় ক্ষুধার তাড়নায় এসব মানুষ রাস্তায় নেমে এসেছে। ফলে করোনা মোকাবিলায় গরিব মানুষের খাদ্যনিরাপত্তা, রেশনিং ব্যবস্থা চালু, গ্রামের মানুষের করোনা টেস্ট ও ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করতে হবে।
বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে ক্ষেতমজুর সমিতি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।
নেতারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যারা পরিকল্পিতভাবে লকডাউন দিতে পেরেছে তারাই সফল হয়েছে। কিন্তু এদেশে অপরিকল্পিত লকডাউন মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। বর্তমানে ঢাকা শহর থেকে মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। পরিবহন বন্ধ থাকলেও শহরের অনিশ্চিত জীবন থেকে বাঁচতে বাধ্য হয়েই হেঁটে ও অনেক টাকা খরচ করে তাদের যেতে হচ্ছে।
নেতারা বলেন, আগামী সাত দিন কঠোর লকডাউনে কোনো গরিব মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায়। হাসপাতালে যাতে পর্যাপ্ত চিকিৎসাসেবা পায় তার নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। অন্যথায় ক্ষেতমজুর সমিতির উদ্যোগে জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য করুন