করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, করোনার শুরু থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতি-অব্যবস্থাপনার জন্য অনেক আগেই নিজ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বা তাকে বরখাস্ত করা উচিত ছিল। তবে এখনও তিনি বহাল তবিয়তে আছেন।

বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতাদের বক্তব্যে এসব কথা উঠে আসে। অবিলম্বে সবার জন্য করোনার টিকা দেওয়া ও লকডাউনে খাদ্যসহায়তা দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।

সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন।

বক্তাদের বক্তব্যে গুরুত্ব পায় অতি দ্রুত সবার জন্য করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ, লকডাউনে গরিব-নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য খাদ্যের নিশ্চয়তা এবং স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি। তাদের ভাষ্য, জনগণকে শুধু স্বাস্থ্যবিধি মানতে হবে বললেই হবে না, তাদের পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দিতে হবে।

করোনা থেকে মানুষকে বাঁচাতে অবিলম্বে গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে নেতারা বলেন, গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালু থাকলে পঞ্চাশ ভাগ লকডাউন এমনিতেই সফল হয়ে যেত। যেসব দেশ করোনা মোকাবিলায় পাড়া-মহল্লায় মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে তারাই সফল হয়েছে। অথচ বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলার উদ্যোগ নেয়নি। আসলে আমলানির্ভর সরকার দিয়ে করোনা মোকাবিলা সম্ভব নয়।