আগারগাঁওয়ে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৮:৫০
সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রোববার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।
শনিবার আগারগাঁওয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ড. খন্দকার বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেকুর জামান তারেক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সর্দার, যুগ্মসাধারণ সম্পাদক ডা. আউয়াল, ইউনুস আলী রাহুল, সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান আমিন, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দীন ইমন, চট্রগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডা. প্রতীক, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস এবিএম কাওসার, জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপার্থী হুমায়ুন হাবিব হিরণ, বগুড়া যুবদলের সাবেক সদস্য সুলতান আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য জাহিদ সাগর, ঢাকা মহানগর উত্তর জাসাস সদস্য জাকির হোসেন খালাসি, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা.সাব্বির, মহিউদ্দিন মাহি, মিরাজ হোসেন, ডা. মুনতাসীর, বেসরকারি বিশবিদ্যালয় ছাত্রদলের সাইরা চন্দ্রা, মনি্জলা মাতবর রিমি, সরকারি মাদ্রাসা আলীয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ, সহসভাপতি নাসির উদ্দীন মিঝি, নাদিম খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা রাসেল হোসেন, আব্দুর রব সিয়াম, রামপুরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান ও সাংগঠনিক সম্পাদক সোহান, বরগুনা জেলা ছাত্রদলের সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আতিক প্রমুখ।