বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ২১:৫৩
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ ও মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হককে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয। অপর এক বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছকে বহিষ্কার করা হয় দল থেকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ নিয়ে মোট ১৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি।