করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতে অসহায় হয়ে পড়া পুরান ঢাকার এক হাজারের পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ঈদ সামনে রেখে সূত্রাপুর এলাকার এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার কেএল জুবলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন।  

ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু এ ঈদ উপহারের আয়োজন করেন। উপহার হিসেবে তাদের চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু, পেঁয়াজ, আদা-রসুনসহ নিত্যপণ্য বিতরণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনার এই সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যুবলীগ মানুষের সেবা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি। 

তিনি আরও বলেন, সততার চেয়ে বড় শক্তি আর নেই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সততার শক্তি আজ যুবলীগ ধারণ করেছে। সেই সততার শক্তিবলে যুবলীগ মানব মুক্তির জন্য দেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আত্মনিয়োগ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় ও দক্ষিণ যুবলীগের বিভন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। 

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে দক্ষিণ যুবলীগ করোনার শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ অসহায়, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে ‌‌‌‌‌ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।