জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গ্রেনেড হামলা ও ২০ জন নেতা-কর্মীকে হত্যার ঘটনার স্মরণে শুক্রবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও গণহত্যার ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো দিন। 

বিবৃতিতে নেতারা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা  'টেক্সটবুক পলিটিকাল ক্লিনজিং'-এর একটি সুস্পষ্ট ঘটনা অর্থাৎ ভিন্ন মতাবলম্বী একটি রাজনৈতিক গোষ্ঠীকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সুস্পষ্ট ঘটনা। সেদিন খুনিগোষ্ঠী গ্রেনেড হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, গ্রেনেড হামলায় শেখ হাসিনার মৃত্যু না হওয়ায় ঘটনাস্থল ছেড়ে যাবার সময় স্নাইপার গান দিয়ে শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছিল। তারা বলেন, তৎকালীন খালেদা-নিজামী-মুজাহিদের সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশ ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে নিয়োজিত করে ২১ আগস্টের গ্রেনেড হামলা-গুলিবর্ষণ-গণহত্যা সংগঠিত করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘটনার আলামত ধুয়ে মুছে সাফ করা হয়েছিল এবং তদন্তের নামে একের পর নাটক সাজানো হয়েছিল।

তারা বলেন, জাতির দুর্ভাগ্য ২১ আগস্টের এই বর্বরতার ঘটনায় যুক্তরা এখনও বিএনপির শীর্ষ নেতৃত্বে অবস্থান করছে। 

জাসদ নেতারা বলেন, জাতির আরও দুর্ভাগ্য হচ্ছে কিছু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী ২১ আগস্টের বর্বরতার হোতাদের গণতান্ত্রিক রাজনীতিতে হালাল করা, তাদের রাজনৈতিক স্পেস দেয়ার জন্য নির্লজ্জভাবে ওকালতি করে। 

তারা বলেন, ২১ আগস্টের বর্বরতার সাথে যুক্ত রাজনৈতিক শক্তি ও ব্যক্তিরা কোনো অজুহাতেই মাফ পেতে পারে না, গণতান্ত্রিক রাজনীতিতে হালাল হতে পারে না, স্পেস পেতে পারে না। ২১ আগস্টের হোতারা শুধু গণতন্ত্রই নয়, বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। তারা এই চিহ্নিত বর্বর খুনীগোষ্ঠীকে রাজনীতি ও গণতন্ত্রের মাঠ থেকে বিতারণের জন্য সকল গণতান্ত্রিক, শুভবুদ্ধিসম্পন্ন, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

২১ আগস্টে জাসদের কর্মসূচি: ২১ আগস্ট গ্রেনেড হামলা ও গণহত্যায় নিহত রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও সহযোগী সংগঠনসমূহ আগামীকাল ২১ আগস্ট শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবে।