বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'যারা সত্যিকারের রণাঙ্গনের যোদ্ধা এখন তাদেরকেই অপমান করা হচ্ছে। কিন্তু যত যাই হোক ঐতিহাসিক সত্যের প্রমাণ লাগে না।'

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র (একাংশ) উদ্যোগে বিএফইউজে’র (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, 'রুহুল আমিন গাজী একজন মুক্তিযোদ্ধা। তার ওপর নিপীড়ন কেন? কারণ একটাই তিনি সত্য কথা বলেন। একজন বিবেকবান মানুষ যদি সে সাংবাদিক হয়, তাহলে তিনি লিখবেন না? অবশ্যই লিখবেন। আর এই অপরাধে তিনি আজ কারাগারে। আর যারা দুর্নীতি করছে, সন্ত্রাসগিরি করছে, তারা দিব্যি ঘুরে বেড়ান, এমপি মন্ত্রী হন।'

সাবেক এই ছাত্র নেতা বলেন, 'আজ আন্তর্জাতিক গুম দিবস। এই দেশে অনেকেই গুম হচ্ছে, হয়েছে। আর এসব গুমের মূলহোতা এই সরকার। গুমের মতো একটি বিষয় আজ আমাদের জনগণের মুখে মুখে।'

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডিইউজের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার ও এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, সাবেক সহ-সভাপতি আমীরুল ইসলাম কাগজী, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল, রাশেদুল হক, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি মোদাব্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মাহফিজুল ইসলাম রিপন, ডিইউজের কোষাধ্যক্ষ হাজী আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর প্রমুখ।