বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যার ঘটনায় জাতীয় তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, পঁচাত্তরের ঘটনাবলী নিয়ে ইচ্ছামত এলোপাতাড়ি কথাবার্তা বলে খুনিদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেয়ার অপচেষ্টা চলছে। বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুফলভোগী ও ধারক-বাহকদের মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত এক আলোচনা সভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পূর্বাপর ঘটনাবলীর সত্য উদঘাটনে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করার দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এলোপাতাড়ি কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করতে হবে। এই কারণেই ১৫ আগষ্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডসহ প্রকৃত রহস্য উদঘাটন ও নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করা প্রয়োজন। আর এজন্যই জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক নুরুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, মো. মোহসীন, শফি উদ্দিন মোল্লা, মাইনুর রহমান, হাজী ইদ্রিস ব্যাপারী, অ্যাডভোকেট মহিবুর রহমান মিহির, এস এম ইদ্রিস আলী, মনির হোসেন, মফিজুর রহমান বাবুল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় কৃষক জোটের সভাপতি নুরুল আমিন কাওসার, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ।