আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের লাশ নেই জেনেও বিএনপি নাটক করছে।

সোমবার রাজধানীর মিরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অসহায়দের খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, 'কী কারণে ইনডেমনিট বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করা হয়েছিল? কারণ এই বিচারপ্রক্রিয়া চললে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড, সেটা বেরিয়ে আসতো।'

তিনি আরও বলেন, 'দেশকে অস্থিতিশীল করতে বিএনপি আবারও রাজপথে নামার হুমকি দিচ্ছে। তারা রাজপথে নেমে অরাজকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে জনগণই তাদের প্রতিহত করবে।'

মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আজাদুল কবির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, স্থানীয় সংসদ সংসদ আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, এ বি এম মাজহারুল আনাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি প্রমুখ।