- রাজনীতি
- গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলন ২৯ অক্টোবর শুরু
গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলন ২৯ অক্টোবর শুরু

গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলন উদ্বোধন হবে।
মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে দলের রাজনৈতিক পরিষদ ও সম্পাদকমণ্ডলীর যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সম্মেলন সফল করতে দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে আহ্বায়ক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পুকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ মিলু, ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম প্রমুখ।
সভায় নেতারা বলেন, বর্তমানে দেশ ভয়াবহ কর্তৃত্ববাদী শাসনের কবলে। এতে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের নানা উপাদান যেমন রয়েছে, তেমনি নতুন এক চেহারা নিয়েছে। এই শাসন জনগণের জীবনে যে বাস্তবতা তৈরি করেছে, বিশেষ করে রাজনৈতিক প্রক্রিয়াকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা দেশে আগে কখনও দেখা যায়নি। গণমানুষের দল হিসেবে গণসংহতি আন্দোলন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবি জনগণের কাছে পৌঁছে দিতে চায়।
মন্তব্য করুন