- রাজনীতি
- আইসিইউতে চিকিৎসাধীন রওশন এরশাদের অবস্থার কিছুটা উন্নতি
আইসিইউতে চিকিৎসাধীন রওশন এরশাদের অবস্থার কিছুটা উন্নতি

রওশন এরশাদ ফাইল ছবি
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ ) চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
চিকিৎসকদের বরাতে সমকালকে এসব কথা বলেছেন রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদ। রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদ জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা রোগের কারণে গত আগস্টে তার মাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার উন্নতি হলে গত মাসে বিরোধীদলীয় নেতাকে কেবিনে আনা হয়। আট দশ দিন আগে আবারও অসুস্থতা বেড়ে গেলে আইসিইউতে নেওয়া হয় রওশন এরশাদকে।
বিরোধীদলীয় নেতার রোগ সম্পর্কে সাদ এরশাদ বলেছেন, তার মায়ের শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছিল। সপ্তাহখানেক আগেও তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ৯৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। তখন তাকে দৈনিক পাঁচ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল। এখন রওশাদ এরশাদ স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা প্রায় ৯৬ শতাংশ। মায়ের সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছেন সাদ এরশাদ।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের বয়স ৭৮ বছর। তিনি অনেক দিন ধরেই নানা রোগে ভুগছেন। তিনি বিএনপিবিহীন দশম সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। এরশাদের মৃত্যুর পর আবারও এ পদে ফিরেছেন। সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ তার কারাবন্দি স্বামী এরশাদের মুক্তির দাবি নিয়ে ছিয়ানব্বই সালে প্রত্যক্ষ রাজনীতিতে আসেন। সেই বছর থেকেই তিনি এমপি। ২০১৩ সালে নির্বাচনকালীন সরকারে মন্ত্রী ছিলেন রওশন এরশাদ।
মন্তব্য করুন