বি‌রোধীদলীয় নেতা রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তি‌নি বলেছেন, দীর্ঘ দিন রওশন এরশাদ হাসপাতা‌লে চিকিৎসাধীন। তার অবস্থার কিছু উন্নতি হলেও এখ‌নো শারী‌রিক দুর্বলতা র‌য়ে‌ছে। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। রওশন এরশাদ মূলত বাধ্যর্ক্যজতিন রোগে ভুগছেন।

বৃহস্প‌তিবার জাপার বনানী কার্যাল‌য়ে দ‌লের প্রধান পৃষ্ঠ‌পোষক রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এসব কথা ব‌লে‌ছেন বি‌রোধীদলীয় উপ‌নেতা জিএম। শুক্রবার সারাদেশে জাপার পক্ষে বি‌রোধীদলীয় নেতার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে নির্দেশনা দেন জিএম কাদের।

দোয়া মাহ‌ফি‌লে অংশ নেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি প্রমুখ।