- রাজনীতি
- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান আইসিইউতে
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান আইসিইউতে

গুরুতর অসুস্থ অবস্থায় সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
বুধবার মধ্যরাতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহাদাত জানান, ২০ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন মোহাম্মদ শাহজাহান। ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। ২ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বুধবার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ শাহজাহান। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মোহাম্মদ শাহজাহানের শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে শাহাদাত আরও জানান, মোহাম্মদ শাহজাহানের ফুসফুসে পানি জমেছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে বুধবার রাতে একই সময়ে মোহাম্মদ শাহজাহানের বড় ছেলে গলব্লাডারের ব্যাথা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন