নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এমনিতেই দ্রব্যমূল্য কষাঘাতে জনজীবন বিপর্যস্ত। তার ওপর এই বৃদ্ধিতে সবকিছুর খরচ বেড়ে যাবে আরও। মানুষ এখনও করোনাকালীন দুর্ভোগ, কর্মহীনতা, লোকসান কাটিয়ে উঠতে পারেনি। তাই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশের জনগণের জন্য মরার ওপর খাড়ার ঘা।

বৃহস্পতিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বন ধ্বংস রোধে আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর না-করায় উদ্বেগ প্রকাশ করে তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এ সময় সরকারের উচিৎ ছিলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সব কিছুতে ভর্তুকি দিয়ে তাদেরকে সহায়তা করা। করোনার দুর্ভোগে পড়া দরিদ্র সব পরিবারকে তাৎক্ষণিক ১০ হাজার টাকা করে সহায়তা করতে বারবার আহ্বান করেছে নাগরিক ঐক্য। সেসবের কিছুই হয়নি।

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠন ভাড়া সমন্বয়ের আগ পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ রাখার কথা বলেছেন। তিনি বলেন, বন উজাড় রোধে আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে বাংলাদেশ এখনও একাত্মতা প্রকাশ করেনি। যাতে স্বাক্ষর করেছে বিশ্বের ১১৪টি দেশ। বন, নদী, পরিবেশ ভালো না থাকলে মানুষও ভালো থাকবে না। সরকার এ সত্য উপলব্ধি করতে পারছে না।

এ সময়ে মান্না জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের স্বার্থ রক্ষার দাবিকে জোরদার করতে দেশের সকল ব্যক্তি, সংগঠন, দলকে এগিয়ে আসতে, সোচ্চার হতে, ভূমিকা রাখতে আহ্বান জানান।