বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কোনো সুশাসন নেই। মানুষকে পিষ্ট করে সরকার গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। কেরোসিন, ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ জনগণের কোনো মতামত নেওয়া হয়নি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৎস্যজীবী দলের উদ্যোগে বুধবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে পথচারীদের মাঝে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, 'অবৈধ পার্লামেন্ট যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। এরকমই একটি সরকার আজ ক্ষমতায় বসে আছে।'

বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'আজ সরকার বড় বড় কথা বলে। তারা বলে, পলাতক আসামি দিয়ে কি দল চলে? অথচ আজ দেশে যদি সুশাসন থাকতো তহালে যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন তারা কারাগারে থাকতেন। বিচারে যাদের জেল হতো, যাবজ্জীবন কারাদণ্ড হতো, তারাই আজ দস্যুর মতো ক্ষমতা দখল করে বড় বড় কথা বলছে।'

খালেদা জিয়াকে জোর করে বন্দি রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আওয়ামী আইন, আওয়ামী আদালত এটা করেছে। সবকিছু আওয়ামীকরণ করা হয়েছে।'

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মৎস্যজীবীদলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।