বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাতজন পদত্যাগী নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) একীভূত হয়েছেন।

তারা হলেন- ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নুরুল হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মজনুর রহমান, সিরাজুম মুনীর, তপন সাহা চৌধুরী, বজলুর রহমান, এনায়েত করিম ফারুক ও বসুনিয়া হাবিব।

এ উপলক্ষে বুধবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে একীভূতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নুরুল হাসানকে সিপিবির উপদেষ্টা নির্বাচিত করা হয়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কস্ফাফী রতনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। একীভূত হওয়া নেতাদের মধ্যে বক্তব্য দেন নুরুল হাসান, সৈয়দ মজনুর রহমান, তপন সাহা চৌধুরী, বজলুর রহমান ও এনায়েত করিম ফারুক। একীভূতকরণের যুক্ত ঘোষণা পাঠ করেন সিরাজুম মুনীর।

নেতারা বলেন, একীভূত অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিস্ট ঐক্য এক ধাপ এগিয়ে গেলেও এর পূর্ণতার জন্য আরও দূর যেতে হবে। কমিউনিস্ট ঐক্য গড়ে তোলার জন্য দেশের সব কমিউনিস্ট দলের প্রতি আহ্বান জানান নেতারা।