- রাজনীতি
- নির্বাচনের দফা-রফা করে দেওয়া হয়েছে: মেনন
নির্বাচনের দফা-রফা করে দেওয়া হয়েছে: মেনন

রাশেদ খান মেনন- ফাইল ছবি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘দু'দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চল্লিশজনের মতো প্রাণহানি, সহিংসতা, ভোটকেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট প্রদানের হুমকি, প্রশাসনের চূড়ান্ত হস্তক্ষেপ ও টাকার খেলা যদি উৎসবমুখর পরিবেশের ভোটের চেহারা হয় তাহলে নির্বাচনব্যবস্থা কী পরিণতি নিয়েছে- সেটা বোধগম্য। নির্বাচন কমিশন স্বীকার না করলেও তারা ইতিমধ্যেই নির্বাচনের দফা-রফা করে দিয়েছে।’
শনিবার শেরপুরের নলিতাবাড়ীতে করোনা প্রতিরোধে গঠিত কমরেড আবুল বাশার ব্রিগেডের সমাবেশে মোবাইল ফোনে দেয়া বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন প্রশাসনের কাধে দায় রাখতে চাচ্ছে। অথচ ভোটের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। কমিশনের হুকুম মানতে প্রশাসন বাধ্য। আর রিটার্নিং অফিসারদের আইনগত ক্ষমতাই আছে এসব নিয়ন্ত্রণ করার। নির্বাচনকে এই অবস্থায় নিয়ে আসায় জন্য নির্বাচন কমিশনই দায়ী। সামনের নির্বাচন কমিশনের যদি একই হাল হয় তাহলে গণতন্ত্রের জন্য বড় বিপদ অপেক্ষা করছে।’
করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কমরেড আবুল বাশার ব্রিগেডের স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানিয়ে মেনন বলেন, করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবারও ফিরে আসবে না- তার নিশ্চয়তা নেই। আর সে কারণে শতভাগ টিকা আর মাস্ক পরিধানের বিকল্প নেই। দেশের স্বাস্থ্যব্যবস্থার পুনরুদ্ধারও এখন সময়ের দাবি।
শেরপুর কমরেড আবুল বাশার ব্রিগেডের সমন্বয়ক রাজিয়া সুলতানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, শরীফ শামশীর, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, মুর্শিদা আখতার নাহার, রওশনারা বেগম রেখা প্রমুখ।
মন্তব্য করুন