দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ সারাদেশে দোয়া-মিলাদ কর্মসূচি পালন করেছে বিএনপি। 

শুক্রবার বাদ জুমা মসজিদে এ কর্মসূচি পালন করা হয়। একইভাবে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিএনপির উদ্যোগে দোয়া মিলাদ হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে চিকিৎসা দিতে আইন বাধা নয়, সরকারই বাধা দিচ্ছে। তাই আইনের কথা বলে লাভ নেই। আইনজীবীরা বলছেন, কোনো বাধা নেই। বাধা হচ্ছে সরকার।

ড. মোশাররফ বলেন, খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় সরকার গত তিন বছর বিনা চিকিৎসায় কারাগারে রেখেছে। আজকে তিনি মৃত্যুপথযাত্রী।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই সরকার এত নির্দয়, তারা রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পর্যন্ত দিচ্ছে না।

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকারের কাছে দাবি জানান খন্দকার মোশাররফ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।