- রাজনীতি
- সন্ত্রাসবাদ দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: নৌ-প্রতিমন্ত্রী
সন্ত্রাসবাদ দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: নৌ-প্রতিমন্ত্রী

খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: ফাইল
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে। সন্ত্রাসবাদ দমনের জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ ও দৃঢ় অঙ্গীকারবদ্ধ। যেখানেই সন্ত্রাসবাদ, সেখানেই সরকার সোচ্চার। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার দিনাজপুরের কাহারোলে কান্তজীর মন্দিরে ঐতিহাসিক রাস উৎসবে নৌ-প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একটি মহল দেশে সাম্প্র্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। সরকার কোনো পদক্ষেপ নিলেই সন্ত্রাসবাদের লালন-পালনকারীরা সন্ত্রাসের পক্ষে বক্তব্য দেয়। কুমিল্লার ঘটনায় জড়িতদের যখন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করল, তখন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা বলেন, এটা সাজানো নাটক।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র যখন সন্ত্রাসের পক্ষে যায়, তখন সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকে না। এটা বিএনপি-জামায়াতের সময় দেখা গেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা প্রতিবাদ জানাতে পারি, দাবি করতে পারি। শেখ হাসিনা ও আওয়ামী লীগ না থাকলে সন্ত্রাসীরা দেশে সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করত।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বারিউল করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
নৌ-প্রতিমন্ত্রী এর আগে আবদুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সৌজন্যে এবং নাগরিক উদ্যোগের আয়োজনে দিনাজপুর ম্যারাথন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে বিরলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ এবং মরহুম মহসীন আলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন