- রাজনীতি
- দেশকে সুশাসন সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে: শিরীন আখতার
দেশকে সুশাসন সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে: শিরীন আখতার

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার। ছবি: ফাইল
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিকে নিরাপদ করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে দুর্নীতি, ক্ষমতাবাজি, দলবাজি, লুটপাট ও বৈষম্যের অবসান ঘটাতে হবে। রাষ্ট্রকে নিরাপদ করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। এজন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত এক আলোচনা সভায় শিরীন আখতার এসব কথা বলেন। নব্বইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিরীন আখতার বলেন, ডা. মিলনসহ বহু শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে সামরিক শাসনের পরাজয় হলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। বরং বাংলাদেশবিরোধী সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠী রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করছে, সংবিধানকে চ্যালেঞ্জ করছে। রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ পরিচালনা করছে। রাষ্ট্রকে নিরাপদ করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে পারলেই মিলনসহ শহীদদের জীবনদান সার্থক হবে।
জাসদের সহসভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা আনোয়ারুল হক, মাইনুর রহমান, অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, নুরুল আমিন কাওছার, আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট নীলঞ্জনা রিফাত সুরভী, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, আহসান হাবীব শামীম প্রমুখ।
মন্তব্য করুন