জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে আরেক ধাপ 'জাতীয় উল্লম্ফন' ঘটাতে হলে চিরশত্রু পাকিস্তান পন্থাকে মোকাবিলা করতে হবে। পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের অবসান করতে সুশাসন-সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। 

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতির পথে না হেঁটে পাকিস্তান পন্থার রাজনীতির ক্রীড়নকে পরিণত হয়েছে। স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষের সহঅবস্থান ও প্রতিদ্বন্দ্বিতা চলে। কিন্তু যখন খোদ রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, সেই যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তিকে শক্ত হাতে মোকাবিলা করাই গণতান্ত্রিক রাজনীতি ও রাষ্ট্রের প্রধান কর্তব্য হিসেবে দাঁড়ায়।

হাসানুল হক ইনু বলেন, বৈশ্বিক মহামারি করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- ধ্রুপদি পুঁজিবাদ তথা মুক্তবাজার অর্থনীতি মানুষের জীবন বাঁচাতে পারে না। মুক্তবাজার অর্থনীতি বৈষম্য ছাড়া কিছুই দিতে পারে না।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুর আলম জিকু, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডার আবদুল মুকিত চৌধুরী, এমএ সালাম, মুজাহিদ আনসারী, ফকির ইলিয়াস, অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমিনুর রহমান পাপ্পু, আবুল ফজল লিটন, শরিফুল হক মনজু প্রমুখ।