- রাজনীতি
- খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে উচ্চ আদালতকে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগের আহ্বান
বিএনপিপন্থী সাংবাদিকদের মানববন্ধন
খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে উচ্চ আদালতকে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগের আহ্বান

বিএফইউজে ও ডিইউজের (একাংশ) মানববন্ধন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে উচ্চ আদালতকে স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী সাংবাদিক নেতারা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাংবাদিকরা মানববন্ধনে এই আহ্বান জানান।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, জাতীয় প্রেসক্লাব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ মানববন্ধনে বলেন, ‘খালেদা জিয়াকে কারাবাসে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। সেখানে তার কোনো চিকিৎসা করা হয়নি। আমরা মনে করি প্রতিহিংসার কারণে তিনি আজকে অসুস্থ হয়েছেন। শুধু একজনের প্রতিহিংসার কারণে তিনি আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমি উচ্চ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানাচ্ছি, সরকারের প্রতিহিংসার বিপরীতে আপনারা স্বপ্রণোদিত হয়ে খালেদা জিয়াকে জামিন দেন। কারণ আপনাদের জামিন না দেওয়ার নজির নেই। আপনারা জামিন দিয়েছেন অনেককে, অনেক মন্ত্রীকে জামিন দিয়েছেন।’
জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেন, ‘খালেদা জিয়াকে আজকে শুধু সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে না, প্রত্যেক দিন তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কটূক্তি করা হচ্ছে যা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। একটা স্বাধীন দেশে এই ধরনের আচরণ মেনে নেয়া যায় না।’
ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় মানবন্ধনে বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ বিএনপিপন্থী সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
মন্তব্য করুন