রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সোমবার তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বিভিন্ন পর্যালোচনার পর এ তথ্য জানান।

তারা জানান, চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন। খাওয়া-দাওয়াও প্রয়োজন অনুযায়ী করছেন। তবে ফের রক্তক্ষরণ হচ্ছে কিনা, তা জানতে অকাল্ট ব্লাড টেস্ট (ওবিটি) টেস্ট করা হয়েছে, যার রেজাল্ট মঙ্গলবার পাওয়ার কথা।

মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার রাতে সমকালকে বলেন, খালেদা জিয়ার শরীরে খনিজের সমতা দেখা যাচ্ছে। অর্থাৎ ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদির পরিমাণ এখন পর্যাপ্ত। তবে সোডিয়ামের মাত্রা ও অ্যালবুমিন সিরামের মাত্রা এখনও কম। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হচ্ছে। তবে রক্তের হিমোগ্লোবিন গতকাল একটু কমেছে। এখন তা আটের মতো আছে। এখনও সবচেয়ে বেশি সমস্যা লিভার সিরোসিসের কারণে ব্লিডিং। এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা। তার রেড ব্লাড সেলের এমসিভি মাত্রাও কমে গেছে। সব মিলিয়ে তার অবস্থা আগের চেয়ে একটু ভালো।

খালেদা জিয়ার হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং রক্তবমি হতে থাকলে তাকে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত রোববার এক সংবাদ সম্মেলনে লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার ব্লিডিং হচ্ছে বলে জানান তার মেডিকেল বোর্ডের সদস্যরা। তাকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানির বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসার সুপারিশ করেন তারা।