- রাজনীতি
- রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল
রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মশাল মিছিল করে ছাত্রদল- সমকাল
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার মশাল মিছিল করে তেজগাঁও কলেজ ছাত্রদল। মিছিলটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও কলেজ ছাত্রদলের বেলাল হোসেন খান। নুরে আলম খান, জুয়েল শিকদার, তরিকুল ইসলাম ইমরান, নাজমুল হুদা রাকিব, রাহিবুল ইসলাম রাতুলসহ অর্ধশতাধিক ছাত্রনেতা মিছিলে অংশ নেন।
একই দাবিতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা হাসিবুল হাসান সজীবের নেতৃত্বে একটি মশাল মিছিল ধানমন্ডি এ আর প্লাজা থেকে শুরু হয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন হায়াত মাহমুদ জুয়েল, সোহানুর রহমান সোহান, রবিউল ইসলাম, মাহিবুর রহমান টিপু, মিল্লাদ হোসেন প্রমুখ। সোমবার তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মাহ্ফুজ-উর রহমান লিপকনের নেতৃত্বেও আরেকটি মশাল মিছিল হয়েছে।
মন্তব্য করুন