বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ধর্মান্ধতার কারণে এ দেশে নারীর পূর্ণাঙ্গ অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি গৃহীত হলেও হেফাজতসহ বিভিন্ন ধর্মবাদী গোষ্ঠীর কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। নারীর প্রতি সহিংসতা, তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দিনদিন বেড়েই চলেছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় পুরুষকেও তার সহযাত্রী হতে হবে।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী মুক্তি সংসদ আয়োজিত 'বেগম রোকেয়া, নারী জাগরণ ও মানবাধিকার' শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, বেগম রোকেয়া কেবল নারীশিক্ষার জাগরণ নয়, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রদূত ছিলেন।

তিনি আরও বলেন, 'নারীর অধিকার মানবধিকার' বলে যে স্লোগানটি এখন সদাউচ্চারিত, সেটা ১০০ বছরের বেশি সময় আগে বেগম রোকেয়ার লেখনীতে দৃঢ়ভাবে উঠে এসেছে। ধর্মান্ধতা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে ছিল তার সাহসী উচ্চারণ। যা এখন করতে গেলে ভেবেচিন্তে করতে হয়, আক্রমণের মুখে পড়তে হয়।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হাজেরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, নারী মুক্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী সিকদার, শাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট জোবায়দা পারভীন, তাসলিমা আখতার, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, বিপাশা চক্রবর্তী, চন্দনা দে প্রমুখ।