দেশে বিদ্যমান সংকট উত্তরণে সব প্রগতিশীল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বর্তমান সরকারের পোড়ামাটি নীতি-কৌশল দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট আরও গভীর করে তুলছে। এ পরিস্থিতি উত্তরণে মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক উত্তরণের নূ্যনতম দাবিতে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে সমন্বিত ও যুগপৎ ধারায় আন্দোলন বিকশিত করতে হবে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দু'দিনব্যাপী কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের অনুসৃত বিভক্তি, বিভাজন, ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি দেশে এক ধরনের গৃহযুদ্ধাবস্থার বিপদ বাড়িয়ে তুলছে।

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি অমিত সম্ভাবনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঝুঁঁকি বাড়িয়ে তুলছে। দেশে রাজনৈতিক জুয়াড়িরা এখন বেপরোয়া, রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের একচ্ছত্র আধিপত্যও কায়েম হয়েছে। গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ করে রাখলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে নিক্ষিপ্ত হবে।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল। এর আগে জাতীয় সংগীত ও শোক প্রস্তাবের মধ্য দিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের সূচনা ঘটে।

আগামীকাল শনিবার সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দলের গঠনতন্ত্র ও তহবিল, কেন্দ্রীয় গাইডলাইন এবং বিপ্লবী নেতৃত্বের বৈশিষ্ট্যসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।