আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশের সব উন্নয়নে বাধা প্রদান করাই বিএনপির কাজ। দেশটা ধ্বংস হয়ে গোল্লায় যাক- এটিই তাদের প্রত্যাশা।

মঙ্গলবার রাজধানীর ডেমরার শুকুরশী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ড ও সব ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বেশ কয়েকটি মামলার দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘরের মধ্যে বসে একের পর এক মিথ্যাচার করছেন। এসব মিথ্যাচারের জন্য একসময় তাকে কাঠগড়ায় দাঁড় হতে হবে।’

মতিয়া চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই করোনার সময়ও মেধা ও শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী মানবতার পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু অসহায়-কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে বিএনপি-জামায়াতকে দাঁড়াতে কেউ দেখেনি। জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে- এটাই আওয়ামী লীগের প্রতিজ্ঞা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আওয়ামী লীগের কোনো কমিটিতেই হাইব্রিড ও কাউয়াদের আর স্থান হবে না। কারণ তারা আওয়ামী লীগে অনুপ্রবেশ করলে দলের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।’

সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আরও বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু।