- রাজনীতি
- কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, গুলি
ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, গুলি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ও মঙ্গলবার এসব ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রার্থীসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর লোকজনের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। নেত্রকোনার মোহনগঞ্জে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নৌকার পোস্টারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের পটিয়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকশ সমর্থক নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মিন্টু ফকির প্রচারে বেরিয়েছিলেন। তিনি দোস্তপাড়া বাজারে পৌঁছলে আওয়ামী লীগের প্রার্থী মোমিন মণ্ডলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে মিন্টু ফকিরসহ বেশ কয়েকজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে মিন্টু ফকিরের সমর্থকদের সঙ্গে মোমিন মণ্ডলের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মিন্টু ফকিরের সমর্থকদের তাড়া খেয়ে মোমিন মণ্ডলের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। মিন্টু ফকিরের সমর্থকরা অভিযোগ করেন, সংঘর্ষের সময় মোমিন মণ্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। নিশ্চিত পরাজয় জেনে মোমিন মণ্ডল পরিকল্পিতভাবে হামলা করে। মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে।
মিন্টু ফকিরের কয়েকশ সমর্থক লাঠিসোটা নিয়ে কুষ্টিয়া- চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগর থেকে বিভিন্ন জায়গার উদ্দেশে ছেড়ে যাওয়া চালবোঝাই ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়।
মোমিন মণ্ডল দাবি করেন, ঘটনার সময় এলাকায় ছিলাম না। দোস্তপাড়া মোড়ে আমার অফিসের সামনে মিন্টুর লোকজন এসে আজেবাজে কথা বলে ও অফিসে হামলা করে। এ সময় আমার লোকজন তাদের প্রতিহত করে।
এর আগে সোমবার রাতে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। এতে হাসান আলী, তার দুই ভাই ও কয়েকজন কর্মী গুরুতর আহত হন।
হাসান আলীর অভিযোগ, নৌকার প্রার্থী আরব আলী ও যুবলীগ নেতা মিজানুর রহমান মিজুর নেতৃত্বে হামলা করে ৩০ থেকে ৪০ জন। এতে তিনিসহ পাঁচজন আহত হয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেন আরব আলী।
নেত্রকোনায় নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত ১৫: মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নে সোমবার রাতে নৌকার প্রার্থী মুখলেছুর রহমানের সমর্থকদের ওপর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় কমপক্ষে আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। অন্য দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী রায়হান সিদ্দিকী ফারুক এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আজিজুর রহমান।
জামালপুরে নৌকার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত ১০: সরিষাবাড়ী উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা বেলাল হোসেন এবং দলের বিদ্রোহী প্রার্থী শাহিনুর রহমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়ায় নৌকার পোস্টার পোড়ানোর অভিযোগ: গোপালগঞ্জে নৌকার পোস্টার পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ নিয়ে নৌকার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় নৌকার সমর্থক প্রমথ বাইন বিদ্রোহী প্রার্থী সুষেন সেনসহ ২০ জনকে আসামি করে গতকাল টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দিয়েছেন।
পটিয়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ: চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মুরালি ঘাট এলাকায় সোমবার গভীর রাতে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ দৌলতিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নৌকার প্রার্থী ও তার সমর্থকরা প্রচারে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তিনি গতকাল পৌর সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন। নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল ঘটনাস্থলে প্রতিবাদ সভা করে আওয়ামী লীগ।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)
মন্তব্য করুন