রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপে আগামীকাল মঙ্গলবার অংশ নিচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বিকেল চারটায় বঙ্গভবনে এই সংলাপে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনা করবেন ১৪ দলের শরিক এই দলটির নেতারা। 

সোমবার ওয়ার্কার্স পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবাররে সংলাপে দলের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রতিনিধি দলে আরও থাকবেন দলের পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান ও নজরুল ইসলাম হক্কানী।

ওয়ার্কার্স পার্টি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টির পক্ষে নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হবে। তবে শেষ পর্যন্ত আবারও সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন হলে সেক্ষেত্রে অর্থবহ ও কার্যকর নির্বাচন আয়োজন করতে পারবেন- এমন ব্যক্তিদের দিয়ে নতুন কমিশন গঠন করার কথা বলবেন দলটির নেতারা। বিশেষত প্রধান নির্বাচন কমিশনার পদে আমলাদের বদলে হাইকোর্ট ডিভিশন অথবা সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ দিতে বলবেন তারা। এছাড়া নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কারে আরও কিছু প্রস্তাবও থাকবে ওয়ার্কার্স পার্টির। 

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন। এই সংলাপের পঞ্চম দিনে মঙ্গলবার ওয়ার্কার্স পার্টিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।